ফেনীতে অনলাইন ক্লাস ও পরীক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

 প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ১১:১১ অপরাহ্ন   |   জাতীয়


সাখাওয়াত হোসেন (ফেনী)ঃ

 ২১ অক্টোবর ২০ঃ ফেনী জেলা শিক্ষা অফিসার কাজি সলিম উল্যার নির্দেশনায় ফেনী জেলা অনলাইন স্কুলের আয়োজনে ও জেলা এম্বাসেডরদের কারিগরি সহযোগিতায় দিনব্যাপি অনলাইন ক্লাস ও পরীক্ষা সংক্রান্ত প্রশিক্ষণ স্থানীয় আলীয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান। 

প্রশিক্ষণ কার্যক্রমে ১৪ জন এম্বাসেডর ও ৬৮ জন প্রশিক্ষণার্থী  ছাড়াও উপস্থিত ছিলেন সহকারি জেলা শিক্ষা অফিসার ফেরদৌস আরা, সোনাগাজী  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন, শিক্ষা গবেষনা কর্মকর্তা মাহবুবর রহমান, সহকারি প্রোগ্রামার রাসেল, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেনী জেলা শাখার সভাপতি ফকির আহম্মদ ফয়েজ, দাগন ভূঞা শাখার সভাপতি গোলাম কিবরিয়া আজাদ, সেক্রেটারী আবদুল আউয়াল, করৈয়া বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল আলম, কাদরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো : হারুন অর রশিদ ভূঞা, কালিদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন, লক্ষীয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ প্রমূখ।

জাতীয় এর আরও খবর: