বড়াইগ্রামে চোলাই মদ সহ এক মাদক ব্যবসায়ী আটক।

 প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ০১:৪৬ পূর্বাহ্ন   |   জাতীয়


নাটোরের বড়াইগ্রামে চোলাই মদ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বড়াইগ্রাম থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম থানার এসআই রবিউল করিম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ তাকে আটক করা হয়।আটক ব্যক্তি হলেন- উপজেলার চান্দাই ইউনিয়নের দাসগ্রাম গ্রামের গোলাম হোসেন ছেলে মোঃ  সিলন হোসেন


বড়াইগ্রাম থানার এসআই রবিউল ইসলাম জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চান্দাই এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য বেচা-কেনার সময় হাতেনাতে তাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

জাতীয় এর আরও খবর: