রায়গঞ্জ-সলঙ্গার ব্রাঞ্চ পোষ্ট অফিসের বাক্সগুলো শুধুই রোদে পুড়ছে।

 প্রকাশ: ০১ নভেম্বর ২০২০, ০৪:০১ অপরাহ্ন   |   জাতীয়


সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ-সলঙ্গার ব্রাঞ্চ পোষ্ট অফিসগুলোর কার্যক্রম এখন বন্ধ প্রায়।আধুনিক যুগে মোবাইল ফোন,ইন্টারনেটের ব্যাপক প্রসারের কারনে আগের মত প্রিয় জনকে আর চিঠি লেখে না কেউ।তাই বছরের পর বছর চিঠির বাক্সগুলো রোদে পুড়ে,বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে। চিঠির আদান প্রদান কম বলে তাদের কাজও কমে গেছে। এক সময় মানুষের প্রয়োজনে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল চিঠি।চিঠির আদান প্রদান বেশী হওয়ায় তখন বিভিন্ন স্থানে এসব সাব পোষ্ট অফিস স্থাপন করা হয়েছিল।এখন আর আগের মত চিঠি আদান প্রদান না হওয়ায় এ সব পোস্ট অফিসগুলো তেমন ব্যবহার হচ্ছে না। কালের আবর্তে সেই চিঠি লেখার প্রবণতা হারিয়ে মানুষ এখন মোবাইলে ম্যাসেঞ্জারের মাধ্যমে কিংবা কথা বলে গুরুত্বপুর্ণ কাজগুলো সেরে নিচ্ছে। কিছু কিছু সাব পোষ্ট অফিসগুলোতে ভবণ থাকলেও নিয়মিত খোলা হচ্ছে না। আবার বেশীর ভাগ পোষ্ট অফিসগুলোতে জনগণের সেবার জন্য কম্পিউটার, মোবাইল,স্ক্যানার,প্রিন্টার দেয়া হলেও হদিস নাই।কেউ কেউ আবার বিভিন্ন বাজারে তাদের আত্মীয় স্বজনদের ব্যবসা করার জন্য দিয়েছে। এ সব অফিসের দায়িত্বপ্রাপ্তরা বসে বসে সময় কাটাচ্ছে।বেতন কম বলে আবার অনেকেই অন্য পেশায় গিয়ে ভাড়াটিয়া লোক দিয়ে দায়সারা ভাবে কাজ চালাচ্ছে।

জাতীয় এর আরও খবর: