সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন।

 প্রকাশ: ০৭ নভেম্বর ২০২০, ১০:১৩ অপরাহ্ন   |   জাতীয়


লিয়াকত রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে সংখ্যালঘুদের ওপর হামলা, অত্যাচার, নির্যাতনের প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে গণ‌অবস্থান বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগর ও জেলা কমিটি। 

রবিবার সকাল ১০টায় রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।


 মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।


মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, বাংলাদেশ হিন্দু-বৈদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডক্টর সুজিত সরকার, ও সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ। 


বক্তারা বলেন, দিনাজপুরের পার্বতীপুর মুরাদনগরে হামলার সঠিক বিচার করতে হবে। অধ্যাপক কুশল চক্রবর্তীকে হত্যার হুমকিদাতাকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছি। এই দেশে কোন সাম্প্রদায়িকতার স্থান নেই। একটি অসাম্প্রদায়িক উন্নত রাষ্ট্র গড়তে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করার আহবান জানান বক্তারা।

জাতীয় এর আরও খবর: