কারিতাস স্মাইল প্রকল্প হিসেবে পেশা ভিত্তিক কাজের জন্য অর্থ সহায়তা।

 প্রকাশ: ০৮ নভেম্বর ২০২০, ০১:৪৬ পূর্বাহ্ন   |   জাতীয়


চট্টগ্রাম প্রতিনিধিঃ

কারিতাস স্মাইল প্রকল্প কর্তৃক আয়োজিত হতদরিদ্র সুবিধা বঞ্চিত নারী পুরুষ কে স্বাবলম্বী করে তুলতে ২৩ জন ভ্যানিফিশারিদের মাঝে জনপ্রতি ৭০০০ (সাত হাজার) টাকা করে প্রদান করা হয়।

 দক্ষিণ পশ্চিম বাকলিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি শিক্ষাবিদ সমাজ সেবক সাবেক ছাত্রলীগের কোষাধ্যক্ষ শফিউল আজম হিরু,র সভাপতিত্বে কারিতাস স্মাইল প্রকল্প,র বাকলিয়া ইনচার্জ আব্দুল জলিলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কারিতাস পরিচালক জেমস গোমেজ,বিশেষছিলেন উপদেষ্টা সমাজ সেবক রাজনৈতিক সংগঠক কেন্দ্রীয় জাতীয় ছাত্রসমাজের সহসভাপতি রাশেদুল হক খোকন, কারিতার কর্মকর্তা এমদাদুল ইসলাম,জুনিয়র প্রোগ্রাম অফিসার দেবব্রত পাল,স্বরস্বতি,পিলটন তালুকদার, প্রধান অতিথি বলেন কারিতার নেদাল্যান্ডের একটি এনজিও ওনারাই ফান্ড দেন অসহায়,হতদরিদ্র, শিক্ষা, স্বাস্থ্য, মাদকাসক্ত সহ বিভিন্ন খাতে তদুপরি মহামারী করোনা ভাইরাসে কারিতাস ধাপে ধাপে খাদ্য সামগ্রী,স্বাস্থ্য সেবা,একহাজারো অধিক পরিবারকে ২২৫০ টাকা অর্থ প্রদান,মাদকাসক্ত দের পুর্নবাসন, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কিশোর কিশোরীদের সচেতনতা মূলক কার্যক্রম সহ পরিচালনা করে থাকি আজ ২৩ জনকে IGA Income Generated Activist বা ক্ষুদ্র ব্যবসায় অর্থসংস্থান এতদঞ্চলে কিছুটা সামাজিক অবস্থা পরিবর্তন হলে পরে আমাদের সার্থকতা ওখানে,সভাপতি শফিউল আজম হিরু বলেন এই অঞ্চল পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্যে পরিবর্তনের জন্য সচেতনতা সহ নানা কার্যক্রম চলমান থাকার ফলে আজ বাকলিয়া পরিবর্তন হতে চলছে এক সময় এখানে শিক্ষা হার কম ছিলো সচেতনতা অভাবে নানান সমস্যায় জর্জারিত অধ্যুষিত এলাকা সন্ত্রাস নারী নির্যাতন, মাদক এর ছড়াছড়ি আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ থাকায় তা অনেকটা হ্রাস পেয়েছে। 

বিশেষ অতিথি ছাত্রনেতা রাশেদুল হক খোকন বলেন এ সমাজ আমার আপনার,এ ঘুণে ধরা সমাজকে মেরামত করতে নবীন প্রবীণ কিশোর কিশোরী সকলকে এগিয়ে আসতে হবে আমি গর্বিত কারিতাস কর্তৃক সকল মহতি কার্যক্রমে আমি অধম সক্রিয় অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি আমার একার পক্ষে এতগুলো পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা অসম্ভব কারিতাস অত্র এলাকায় করোনাকালিন সময়ে অসহায়  জনগোষ্ঠীর পাশে ছিলো, এবং যারা এ সকল সুবিধা পেয়েছে তারা সত্যিকার অর্থে নিরীহ হতদরিদ্র অসহায় এখানে কোন আত্নীয়, পরিচিত চেনা জানা মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে যাচাই-বাছাই করে ভুক্তভোগীদের নির্বাচিত করে স্ব হস্তে প্রদান করায় জনমনে কারিতাস প্রতিষ্ঠান আস্থা,বিশ্বাস প্রাণের সংস্থার প্রতীক হয়ে দাড়িয়ে আপনাদের আজকের এ অর্থসংস্থান বুঝে শুনে কাজে লাগিয়ে জীবন মান উন্নয়ন এ বিশেষ ভুমিকা রাখতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।।

জাতীয় এর আরও খবর: