সিরাজগঞ্জের সলঙ্গায় শীতবস্ত্রের দাবী

 প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন   |   জনদুর্ভোগ



জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

কনকনে ঠান্ডা আর উত্তরের হিমেল হাওয়ায় গত কয়েক দিন ধরে সলঙ্গায় জনজীবন ও প্রাণীকুল কাহিল হয়ে পড়েছে। তীব্র শীতে নিম্ন ও মধ্যবিত্ত অসহায় পরিবারের শীতার্তরা অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে।সুর্যের দেখা মিলছে না। গরম কাপড় শীতবস্ত্রের অভাবে শীতার্তরা রীতিমত হিমশিম খাচ্ছে।শীতের তীব্রতা ক্রমেই বাড়তে শুরু করেছে।এবারের শীতে জনজীবনে নেমে এসেছে চরম বিপর্যয়।কিছু কিছু এলাকায় ছিন্নমুল পরিবারের শীতার্তরা খড়কুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারনের চেষ্টা করছে।শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ জরুরি হয়ে পড়েছে। হতদরিদ্র ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা শীতবস্ত্রের অভাবে অতি কষ্টে দিনাতিপাত করছে।শ্রমজীবি মানুষেরা রয়েছে চরম বিপাকে।হাড় কাঁপানো শীতে তারা স্বাভাবিক কাজকর্ম করতে না পারায় পরিবার নিয়ে মানবেতর জীপন যাপন করছে। প্রখর শীতে বিশেষ করে বয়স্ক ও শিশুরা জবুথুবু হয়ে পড়েছে। স্থানীয় জন প্রতিনিধি,চেয়ারম্যান, মেম্বরদের কাছে যে সব কম্বল দেয়া হয়েছিল চাহিদার তুলনায় তা খুবই অপ্রতুল। জনপ্রতিনিধিরা আবারো নিজ নিজ এলাকার গরিবদের শীত নিবারণে সংশ্লিষ্ট দফতরে কম্বলের চাহিদা পাঠিয়েছেন বলে জানিয়েছেন। সরকারি,বেসরকারি,এনজিও ও ব্যক্তি উদ্যোগে জরুরি শীতবস্ত্র বিতরণ দাবী করছেন শীতে ভুক্তভোগী সহ সলঙ্গার সচেতন মহল।