গরু বাঁধতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

 প্রকাশ: ০৬ মে ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন   |   জনদুর্ভোগ


শেখ লিয়াকত আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরের কালকিনিতে বজ্রপাতে জসিম হাওলাদার (৩৮) নামে এক শ্রবণ প্রতিন্ধীর কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (৬মে) বিকেলে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাট রামারপোল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জসিম রামারপোল গ্রামের আব্দুল হান্নান হওলাদারের ছেলে।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, বিকেলে এলাকায় প্রচুর বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছিল। এসময় জসিম গোয়াল ঘরে গরু বাঁধতে গেলে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।