ভাঙ্গা ঘরে কষ্টে দিন কাটছে দীঘিনালার অসহায় আহমদ আলী পরিবারের

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
খাগড়াছড়ি দীঘিনালা মধ্য বোয়ালখালী গ্রামে ভাঙা ঘর, স্ত্রী সন্তান নিয়ে অসহায় জীবন যাপন করছে আহমদ আলী।
জীবনযুদ্ধে নিত্য সংগ্রামী আহমদ আলী, বয়স ৬৫, বসবাস করেন একটি ভাঙাচোরা টিনের ঘরে। দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালি গ্রামে বসবাসরত এই বৃদ্ধ প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ পরিবেশে রাত কাটান। বৃষ্টির দিনে ঘরের চাল দিয়ে পানি চুইয়ে পড়ে, শীতে দেয়াল দিয়ে ঠাণ্ডা বাতাস ঢোকে—তবুও এই আশ্রয়টুকুই তার শেষ সম্বল।
আহমদ আলী পেশায় একজন দিনমজুর ছিলেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কাজ করার ক্ষমতা কমে গেছে। বর্তমানে তিনি প্রায় কর্মহীন। সহায়-সম্বল বলতে শুধু এই ছোট্ট ভাঙা ঘরটিই আছে, তাও জরাজীর্ণ।
তিনি বলেন, “অনেকবার স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েছি, কিন্তু এখনও কোনো সহায়তা পাইনি। একটি পাকা ঘরের স্বপ্ন দেখি, কিন্তু তা হয়তো কেবল স্বপ্নই থাকবে।”
বৃষ্টি হলে ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকি। বসার জায়গা থাকে না, শুতে পারি না। অনেকবার সাহায্য চেয়েছি, কেউ আসে না।”
স্থানীয় লোকজন জানান, আহমদ আলী প্রকৃতপক্ষে সাহায্যের যোগ্য একজন ব্যক্তি। তারা দাবি করেছেন, দ্রুত তাকে একটি সরকারি ঘর দেওয়া হোক যাতে তিনি অন্তত মাথার উপর একটা নিরাপদ ছাউনি পান।
এ বিষয়ে দীঘিনালা উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা বলেন, মানবিক বিবেচনায় আহমদ আলীর পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি