নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন-নীরব নির্বাচন কমিশন।

লিটন ইসলাম
উপজেলা প্রতিনিধি
খানসামা, দিনাজপুর
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন এর অংশ হিসেবে দিনাজপুর জেলার খানসামা উপজেলায় বইছে নির্বাচনী আমেজ। ইতোমধ্যে বৈধ প্রার্থী যাচাই বাছাই শেষে গত ০৭-১২-২০২১ তারিখে প্রাথীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ইতোপূর্বেও ৫ জন সদস্যের অধিক সংখ্যক জনসমাগম নিয়ে মনোনয়ন পত্র ক্রয় ও জমা দেওয়ার সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দেখা যায়। যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এরপরও নির্বাচন কমিশন কে কারো বিরুদ্ধে কোন ধরনের আইনি পদক্ষেপ নিতে দেখা যায়নি। খানসামা উপজেলার বিভিন্ন স্থানে দেওয়ালে প্রচারণা পোষ্টার লাগাতে দেখা যায়। কোথায় কোথায় প্রতিপক্ষের ছেড়া পোষ্টারও লক্ষ্য করা যায়। প্রশাসন কর্তৃক নির্ধারিত স্থানের বাইরে কোন ধরনের পোষ্টার লাগানো "দেওয়াল লিখন ও পোষ্টার (নিয়ন্ত্রণ) আইন-২০১২" এর সুস্পষ্ট লঙ্ঘন এবং প্রতিপক্ষের প্রচারণা পোষ্টার ছিঁড়ে ফেলা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। এবিষয়ে নির্বাচন কমিশন বরাবরের মতোই নীরব ভূমিকা পালন করছে।