বুড়িচংয়ে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

মারুফ হোসেনঃ
১৬ ডিসেম্বর বিজয় দিবস। প্রায় ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এ বিজয়। এ বিজয় দিবসটি আনন্দ উল্লাসে উদযাপিত করেছে কুমিল্লা বুড়িচং উপজেলার জাতীয় শ্রমিক লীগের সকল নেতৃবৃন্দ। আনন্দ মিছেলে পুরো বুড়িচং আলোকিত করেছে বুড়িচং উপজেলা জাতীয় শ্রমিকলীগ। তাদের এ বিজয় উল্লাস আনন্দ মুখর মূহুর্তে বুড়িচংয়ে সকল রাজনৈতিক অঙ্গ সংগঠন প্রশংসা ভাসিয়ে চলছে।
কুমিল্লা দক্ষিণ জেলার জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক ও বুড়িচং উপজেলা জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠাতা সভাপতি ওবায়দুল হক লিটন এর সভাপতিত্বে,প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বুড়িচং উপজেলা জাতীয় শ্রমিকলীগ,প্রতিষ্ঠাতা সভাপতি সড়ক পরিবহন শ্রমিকলীগ কুমিল্লা দক্ষিণ জেলা, যুগ্ম আহ্বায়ক জাতীয় শ্রমিকলীগ কুমিল্লা দক্ষিণ জেলা মোঃ মুজিবুর রহমান (৬নং ময়নামতি ইউপি চেয়ারম্যান প্রার্থী) এর প্রচেষ্টায় বিশাল আনন্দ র্যালী নিয়ে বুড়িচং উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি অনিল চন্দ্র কর্মকার (ড্রাইভার),সহ-সভাপতি রমিজ উদ্দিন, জাতীয় শ্রমিক লীগের বুড়িচং উপজেলা সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ সাধারণ সম্পাদক জীএম রুবেল,নির্মাণ শ্রমিকলীগ মোসলেম মিয়া, নির্বাহী সদস্য মোঃ ইমরান হোসেন(মেম্বার প্রার্থী),রাজাপুর ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক রশিদ মেম্বার, অটোরিকশা শ্রমিক লীগ নেতা মোঃ সুমন মিয়া, শ্রমিক লীগ নেতা তোফায়েল আহমেদ, শ্রমিক লীগ নেতা আলম, শ্রমিক লীগ নেতা আবদুল মান্নান, মোঃ ফয়েজ, মোঃ হাসান, মাহবুবুর রহমান, মামুনুল ইসলাম ,মাসুদ রানা, নাবু মিয়া সহ আরো অনেকে।