বারগাঁও ইউপি নির্বাচনে চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাইয়েদ আহমেদের সংবাদ সম্মেলন

সোনাইমুড়ী প্রতিনিধিঃ
বারগাঁও ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই একমাত্র লক্ষ হবে এবং স্বচ্ছ, ন্যায় ও ইনসাফ ভিত্তিক ইউনিয়ন পরিষদ পরিচালনার মাধ্যমে বঞ্চিত ও অধিকার হারা মানুষের অধিকার প্রতিষ্ঠা, উন্নত, শিক্ষার বিস্তার, যুব সমাজকে কর্মমুখী গড়ে তোলা হবে, সোমবার বিকেলে বারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র পদে চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ সাইয়েদ মাওলানা তার নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন,স্বাস্থ্যসেবা মুলক কর্মকাণ্ডে সহযোগিতা, আইনশৃংখলা উন্নয়ন, নিরপেক্ষ গ্রাম আদালত পরিচালনা, রাস্তাঘাটের উন্নয়নসহ সমাজের সর্বস্তরের জনগণের জন্যে কাজ করে যাবো।
এসময় তার নির্বাচনী মতবিনিময় সভায় হামলার বিষয় দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নিরপেক্ষ নির্বাচনে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগনসহ বারগাঁও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।