বিয়ানীবাজার উপজেলার ১০ নং মুড়িয়া ইউপি'র তৃনমুল আওয়ামী লীগ সমর্থকিত নৌকার প্রার্থী হুমায়ুন কবির

এম আব্দুল করিম, বিয়ানীবাজার থেকে ফিরেঃঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১০ নং মুড়িয়া ইউপির চেয়ারম্যান হিসেবে সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশী হুমায়ুন কবির।
বিয়ানীবাজার উপজেলা নির্বাচন অফিসার কামাল হোসেন চৌধুরী এ প্রতিবেদকের সাথে আলাপ কালে জানান যে বাংলাদেশ নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর বিয়ানীবাজার উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে হওয়ার কথা এবং কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই যেন অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জণগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেজন্য আমরা পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার কয়কদফা আলোচনা করেছি আশাকরি বিয়ানীবাজার উপজেলায় একটি উৎসবমুখর পরিবেশে অবাক ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো।
আগামী ২৬ তারিখের এ ইউপি নির্বাচনে ঝুঁকিপূর্ন কোন কেন্দ্র আছে কি না জানতে চাইলে তিনি বলেন, কয়েকটি কেন্দ্র কিছুটা ঝুকিপূর্ণ কিন্তু আমাদের সব রকমের প্রস্তুতি আছে।
এদিকে ১০নং মুড়িয়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির এর সাথে আলাপকালে তিনি বলেন যে, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দল আমাকে মনোনয়ন দিয়েছে এবং আমি এই ইউনিয়নে নৌকার মাঝি হিসেবে একক প্রার্থী আমার সাথে প্রতিযোগিতা করার জন্য দলের কোন বিদ্রোহী প্রার্থী নেই, ইনশাআল্লাহ আমি আশাবাদী আগামী ২৬ তারিখের নির্বাচনে জণগণ তাদের রায় দিয়ে আমাকে নির্বাচিত করবে।
এদিকে একান্ত সাক্ষাৎকারে হুমায়ুন কবির এ প্রতিবেদকে জানান যে, আমার নির্বাচনী ইশতেহারে আমি ঘোষণা করেছি আশাকরি আপনারা সবাই এটা মনে রাখবেন কারণ অনেকেই পাশ করার পর ইশতেহারে উল্লেখিত ওয়াদা ভুলে যান। তাই আমি এই পত্রিকার মাধ্যমে আবারো সেই ইশতেহার তুলে ধরলামঃঃ
১. ভোগান্তিহীন জন্ম - মৃত্যু সনদ প্রদান।
২. উপযুক্ত মানুষকে ভাতা প্রদান।
৩. রাস্তা, কালভার্ট নির্মাণ ও যোগাযোগ ব্যবস্তা সহ মুড়িয়া হাওরের উন্নয়ন।
৪. দরিদ্রদের জন্য কর্মসংস্তান সৃষ্টি ও মহিলদের জন্য ভি. জি.এফ/ ভি.জি.ডি ৫.কর্মসৃচি গ্রহন।ডিজিটাল সেন্টারের মাধ্যমে সকল প্রযুক্তি সেবা প্রদান।
৬. সততা ও নিস্টা, সামাজিক পরিবেশ সংরক্ষণ, মাদক- সন্তাস
নির্মূল,ন্যায়- বিচার প্রতিষ্ঠা, দুনীতিমুক্ত ইউনিয়ন গড়তে,,,,
আপনাদের মহা মুল্যবান ভোট দিয়ে মডেল ইউনিয়ন গড়ার সুযোগ দিন।