শৈলকুপায় জাতীয় পতাকা সহ নৌকা প্রতিক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী জামিনুর রহমান বিপুল এর নির্বাচনী প্রতিক নৌকায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার ফুলহরি ইউনিয়নের ভগবান নগর গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে নৌকার প্রতিকৃতি এবং তার উপর রাখা জাতীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় এলাকাবাসী জানায়, ফজরের নামাজ শেষে হাঁটতে এলে নৌকা আগুনে পোড়া দেখতে পান তারা। পরে তারা নৌকার প্রার্থীর জামিনুর রহমান বিপুলকে জানান । জামিনুর রহমান বিপুল এসে নৌকা আগুনে পুড়িয়ে দিয়েছে দেখে নেতাকর্মীদের খবর দেন।সরেজমিনে গিয়ে দেখা যায়, ভগমান নগর গ্রামে রাখা বাঁশ ও কাপড়ের তৈরি নৌকার প্রতিকৃতি, ও বিজয় মাসের জন্য তার উপরে রাখা জাতীয় পতাকা আগুনে পুড়ে গেছে। পরিকল্পিতভাবে একটি কুচক্রী মহল এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলেও তাদের দাবি। এ বিষয়ে জামিনুর রহমান বিপুল ‘ বলেছেন, নৌকা পোড়ানোর খবর পেয়েছি। আমি বঙ্গবন্ধুর সৈনিক, বঙ্গবন্ধুর বাংলাদেশে নৌকা পোড়ানোর মতো ঘৃণ্য কাজ যারা করেছে, প্রশাসনের কাছে আমি দাবি করছি তদন্ত সাপেক্ষে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। এমন শাস্তি দেওয়া হোক, কেউ যেন স্বপ্নেও নৌকা পোড়ানোর কথা ভাবতে না পারে। ’
শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম জানান, নির্বাচনী নৌকায় আগুন দেওয়ার ঘটনা শুনেছি। তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।