সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
আজ সোমবার (০৭ ফেব্রুয়ারি) বেলা তিন টায় সীমান্ত বাজার মহিলা ডিগ্রি কলেজ মাঠে রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সন্মেলন অনুষ্ঠানে ১নং রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত)সভাপতি মোঃ সাইদুল ইসলাম জুড়ানের সভাপতিত্বে এবং (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাষ্টারের সঞ্চালনায়, সিরাজগঞ্জ সদর উপজেলার আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিনের উদ্বোধনী বক্তব্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, সিরাজগঞ্জ কাজিপুর ১- আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য।
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডঃবিমল কুমার দাস বক্তব্যে বলেন, এই ১নং রতন কান্দি ইউনিয়নের সন্তান প্রয়াত নেতা ক্যাপ্টেন মনসুর আলী এবং তার সুযোগ্য সন্তান সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ নাসিম শুধু এই ইউনিয়নের নয় সর্ব বাংলাদেশের অভিভাবক ছিলেন। তারা না ফেরার দেশে চলে যাওয়ায় আমরা অভিভাবক হীনতার অভাবে ভুগছি।তার পরও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের আমরা সবাই সুখী সমৃদ্ধির মধ্যেই রয়েছি।২০১৩-১৪ বছরে বিএনপি -জামাতের ভয়ংকর জ্বালাও পোরাও রাজনীতির কারনে বাংলার মানুষ ভয়ে কোনঠাসা হয়ে পরে।কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস কঠোর প্রচেষ্টায় বিএনপি - জামাতের অপরাধ মূলক অপরাজনিতি সমাপ্তির ইতি টেনেছিলো।কিন্তু সেই অপরাজনিতি এখোনো শেষ হয় নাই, আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামাত দেশ ও বিদেশে অপরাজনিতির প্রসার ঘটাতে প্রচেষ্টা করছে।সেই ভয়ংকর জালাও পোরাও রাজনীতির রুখতে
সুন্দর সুশৃংখল ও শক্তিশালী কমিটি গঠন করে যাবো।
কাজিপুর ১- আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন,১নং রতনকান্দি ইউনিয়ন আমার প্রয়াত দাদা ক্যাপ্টেন মনসুর আলী এবং আমার প্রয়াত পিতা আলহাজ্ব মোহাম্মদ নাসিম এর জন্মভূমি। এই ইউনিয়নের সকল বসতি মানুষের সাথে আমার রক্তের সংযোগ রয়েছে।এই রতনকান্দি ইউনিয়ন বিএনপি এবং এরশাদের শাসনামলে কোনো প্রকার উন্নয়নের মুখ দেখেনি।বরং আমার পূর্ব পুরুষের হাতে গড়া দল আওয়ামী লীগের নেতা কর্মীদের নানা ভাবে হামলা মামলা দ্বারা নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সাড়া বাংলাদেশের ন্যায় ১ নং রতনকান্দি ইউনিয়নে রাস্তা-ঘাট, পুল-কালভার্ট,বিদ্যুৎ,কর্মসংস্থান সহ সকল উন্নয়নে উন্নীত হয়েছে। বিএনপির -জামায়াতের নেতাকর্মীরা এসকল সুবিধা ভোগ করে সুখে শান্তিতে বসবাস করছে।তারা কোনো হামলা বা অত্যাচারের শিকার নয়।তারা সুখে শান্তিতে বসবাস করবে তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্ত এতো সুবিধা ভোগের পরও যদি অপরাজনিতি করার চেষ্টা করে তাহলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।এজন্যই আমি সৎ নিষ্ঠাবান চৌকশ ব্যাক্তিদের নিয়ে এই রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ গঠন করবো।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডঃবিমল কুমার দাস,সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইহসাক আলী,সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন- সাধারণ সম্পাদক আব্দুল বারী শেখ,
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন- সাধারণ সম্পাদক ড.জান্নাত আরা তালুকদার হেনরী,
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন -আহবায়ক এবং সন্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আব্দুস সাত্তার শিকদার,সদর উপজেলা আওয়ামী লীগের সন্মেলন প্রস্তুত কমিটির যুগ্ন- আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান দুদু,জেলা পরিষদের সদস্য গোলাম রাব্বানী তালুকদার।
সিরাজগঞ্জ সদর উপজেলার ১নং রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মোঃ সাহার আলী।
জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উক্ত সম্মেলনে সভাপতি নির্বাচিত হয় সাইদুল ইসলাম জুড়ান ও সাধারণ সম্পাদক নির্বাচিত মোস্তাফিজুর রহমান বিপ্লব। এ সময় আরও নির্বাচিত হয় সহসভাপতি শাহআলম মাষ্টার, রফিকুল ইসলাম মাষ্টার, আলী হোসেন( মেম্বার), আনোয়ার হোসেন (চেয়ারম্যান),বুদ্ধু,ও হেলাল উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন, ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী আসলাম ও নিবির তালুকদার।