বাঘার প্যানেল মেয়র দুস্থ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

 প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২২, ১১:২৯ অপরাহ্ন   |   রাজনীতি





বাঘা (রাজশাহী) প্রতিনিধি

বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে দরিদ্রের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। ১৬ জানুয়ারি হতে ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত মোট ২৫ জনকে ২৫ টি টিউবওয়েল প্রদান করা হয়েছে। প্যানেল মেয়রের ভাই- তুহিন বলেন, পর্যায় ক্রমে ৯টি ওয়ার্ডে ২০০ টিউবওয়েল দেয়া হবে। বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু এই টিউবওয়েল প্রদান করেন। শাহিনুর রহমান পিন্টুর পক্ষে তারই সহোদর ভাই সুজাত আহমেদ তুফান টিউবওয়েল তুলে দেন। টিউবওয়েল পাওয়া বলিহার হাজীপাড়া গ্রামের রুহুল আমিন, দক্ষিণ মিলিক বাঘা গ্রামের আব্দুল কালাম, উত্তর মিলিক বাঘা গ্রামের শিমুল উদ্দীন, কলিগ্রামের ছারেত আলী ও জালাল উদ্দীন বলেন, টিউবওয়েল পেয়েছি। এতে বিশুদ্ধ পানির চাহিদা দুর হলো। তারা প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টুর সার্বিক সাফল্য কামনা করেছেন।

রাজনীতি এর আরও খবর: