রিয়াদ মহানগর যুবলীগের শওকত ওসমান চৌধুরীকে অনাস্থা এনে অব্যাহতি দেন সংগঠনটি

 প্রকাশ: ২২ ফেব্রুয়ারী ২০২২, ০৭:২৩ অপরাহ্ন   |   রাজনীতি


নিজস্ব প্রতিনিধি, 

রিয়াদ মহানগর যুবলীগের জরুরী কার্যকরী সভা অনুষ্ঠিত । গত কাল হারা একটি হল রুমে রিয়াদ মহানগর যুবলীগের সভাপতি শওকাত ওসমান চৌধুরীর অসংগঠনিক কার্যকলাপ ও  বিভিন্ন অনিয়মের ভিত্তিতে তাকে অনাস্থা এনে অব্যাহতি দেয়া হয়। 

উক্ত সভায় সকলের মতামতের ভিত্তিতে সহ-সভাপতি গোলাম সামদানী প্রস্তাবে খাদেমুল বাশার শাহীনকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।

জরুরী সভায় উপস্থিত ছিলেন। 

উপদেষ্টামন্ডলী থেকে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস অফ বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি গোলাম মহিউদ্দিন, ফ্রেন্ডস অফ বাংলাদেশের যুগ্ম সাধারন সম্পাদক, কাজি নাজিমুল মোবারক, সহিদ মাদবর, সাংগঠনিক সম্পাদক, সহিদ মু্ন্সী, মোঃ মুক্তাদির, দপ্তর সম্পাদক, মান্নান মাদবর। 


রিয়াদ মহানগর যুবলীগ থেকে উপস্থিত ছিলেন। 


১। মোঃ আরকান শরীফ,  সাধারন সম্পাদক,  - স্বাক্ষর 

২। খাদেমুল বাশার শাহিন, সহ-সভাপতি -

৩। জুনায়েত মাদবর, সহ-সভাপতি -

৪ গোলাম সামদানী, সহ-সভাপতি -

৫। গাজী ওমর ফারুক, যুগ্ম সাধারন সম্পাদক -

৬। নিখিল কান্তি দাস, যুগ্ম সাধারন সম্পাদক

৭। মাফুজুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক -

৮। তারেক বাবুল, সাংগঠনিক সম্পাদক- 

৯। সোহেব সুমন দপ্তর, সম্পাদক 

১০। ওবাইদুর খান, ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক-

১১। নজরুল ইসলাম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক -

১২। হাবিবুর রহমান, উপ-দপ্তর সম্পাদক-

১৩। লিটন খালাসী, উপ-অর্থ সম্পাদক-

১৪। আলামিন হাওলাদার, উপ-শিক্ষা ও পাঠাগার সম্পাদক-

১৫। ইউসুফ আহম্মেদ, উপ-জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক 

১৬। রফিকুল মাদবর, সভাপতি নাসিম শাখা-

১৭। সিপন সিকদার, সাধারন সম্পাদক নাসিম শাখা

১৮। জসিম উদ্দিন, ভারপ্রাপ্ত সভাপতি হারা শাখা-

১৯। রাসেল ফকির, সদস্য -

২০। হাসান খান, সদস্য -

২১। শফিক রানা, সদস্য -

২২। সোহেল কাজি,সদস্য-

২৩। মোঃ সাজাহান, সদস্য-

২৪। সুমন ফকির, সদস্য-

এছাড়া উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের অসংখ্য নেতা-কর্মী।

রাজনীতি এর আরও খবর: