ঝিকরগাছার গঙ্গানন্দপুর ৪,৫,৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজিত কর্মী সভা

আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধান।।
যশোরের ঝিকরগাছা উপজেলার ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত কর্মীসভা মঙ্গলবার বিকালে। গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি রবিউল ইসলাম।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাছির উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন , উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, রহমজান শরীফ বাদশা ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন , উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এড আব্দুল কাদের আজাদ, সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা সেলিম রেজা, যুবলীগ নেতা ইমরান রশীদ, গঙ্গানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গোলাম হোসেন, শামীম হোসেন ডেভিড, জাকির হোসেন, সাহেব আলী, তালিমুল ইসলাম, আব্দুস সামাদ, মহসীন আলী, পৌর মৎসজীবি লীগের আহবায়ক ইব্রাহিম, যুবলীগ নেতা মিঠু বিশ্বাস, ছাত্রলীগ নেতা মিঠুন চক্রবর্তী প্রমূখ।