গাংনীর লাখো মানুষের কন্ঠস্বর এমপি সাহিদুজ্জামান খোকন' ১ম পর্ব

 প্রকাশ: ১২ মার্চ ২০২২, ০৬:৪৯ অপরাহ্ন   |   রাজনীতি



কিছু মানুষ সমাজে এবং রাজনীতিতে অপরিহার্য হয়ে ওঠেন নিজ যোগ্যতায়। পারিবারিক ব্যাকগ্রাউন্ড, বিত্ত-বৈভবের প্রাচুর্য কিংবা কারো আশির্বাদে নয় বরং বন্ধুর পথে ক্লান্তিহীন নিরন্তর সংগ্রামের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সমাজ এবং রাজনীতিতে চালকের আসনে আসীন হন। এমন একজন সফল রাজনীতিকের নাম মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। ৭৪ মেহেরপুর-২ গাংনী আসনের জনপ্রিয় সাংসদ তিনি। ১৯৬৮ সাল, বঙ্গবন্ধুর নামে পাকিস্তানি শাসকের দায়েরকৃত 'আগরতলা ষড়যন্ত্র' মামলার বিরুদ্ধে গণঅভ্যুত্থানে যখন সমগ্র পূর্ববাংলা উত্তাল। এমনই সময়ে ১৫ ই জুন মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেরাইল গ্রামের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ফুটফুটে এক পুত্র শিশু। পিতামাতা নাম রাখেন মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।


সংগ্রামের উত্তাল ঢেউয়ে জন্ম নেওয়া খোকন যেন মায়ের কোল থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রাণিত হন। লেখাপড়ার জন্য ঢাকার স্কুলে ভর্তি হওয়া কিশোর খোকন জড়িয়ে পড়েন রাজনীতিতে। ৭৫ পরবর্তী অবৈধ সামরিক শাসনবিরোধী সংগ্রামের বন্ধুর পথ বেছে নেন মেধাবী স্কুল ছাত্র খোকন। ১৯৮৩ সালে মাত্র ১৫ বছর বয়সে শামিল হন ছাত্রলীগের পতাকাতলে। অবৈধ সামরিক শাসক জেনারেল জিয়ার ধারাবাহিকতায় জেনারেল এরশাদের গণতন্ত্র নিধনের সুনিপুণ কর্মযজ্ঞ যখন দূর্বার গতিতে চলমান। রুঁখে দাঁড়ায় বাংলার ছাত্রসমাজ। অবৈধ শাসকের ঘোষিত উপজেলা পরিষদ নির্বাচন বাতিলের দাবিতে ১৯৮৪ সালের ২৮ শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ ও ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়।


ছাত্রদের মিছিলের উপর চলন্ত ট্রাক উঠিয়ে দেয় অবৈধ সরকারের আজ্ঞাবহ পুলিশ। ট্রাক চাপায় রাজপথে জীবন দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সেলিম এবং দেলোয়ার। সেলিম, দেলোয়ারের বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত হয়। ২৮ ফেব্রুয়ারির সেই রক্তাক্ত মিছিলের তরুণ সাথী স্কুল ছাত্র সাহিদুজ্জামান খোকনকে নিয়ে আলোড়ন সৃষ্টি হয় গাংনীর রাজনীতিতে। পরবর্তীতে


'সেলিম, দেলোয়ার, তিতাস;

আন্দোলনের লাল পলাশ'


স্লোগানে রাজপথ কাঁপানো তরুণ খোকন ১৯৮৬ সালে মাত্র ১৮ বছর বয়সে গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হন। ৮৬'র জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী নূরুল হকের বিজয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

রাজনীতি এর আরও খবর: