আমি প্রতিহিংসার রাজনীতির শিকার ভিপি শরিফ।

আলোচিত বার্তাকে শরিফুজ্জামান শরিফ বলেনঃ
শোনাখোলা ও বালিয়াচারার মধ্য সংঘর্ষে প্রায় ছয় হাজার লোক অংশ গ্রহণ করে অথচ মামলা হয় আমাদের তিন ভাই ও নৌকার দুই কর্মি মোট পাচজনের নামে এর রহস্য কি?
ভাংগা থানার পুলিশ কার কথায় প্রভাবিত হয় এই মামলা করলো?
মুলত ভাংগা উপজেলার ত্যাগী আওয়ামী লীগার হিসেবে যে পরিচিতি আমার আছে সেটা থেকে সরাতে পারে নাই বলেই আমি ও আমার ভাইদের বিরুদ্ধে এ মামলা করেছে। পুলিশ বাদী মামলায় একপক্ষ আসামী হয় জীবনে দেখি নাই। কতটা প্রভাবিত হলে পুলিশ এ কাজ করতে পারে ভেবে দেখবেন?
আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে কখনোই সরে যাবো না
আর আমার প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামিলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর প্রতি আহবান জানাচ্ছি!
মাননীয় প্রধানমন্ত্রীকে ফরিদপুর ০৪ সম্পর্কে অবগত করুন। এখনই রাশ না টানলে এই জাতা কলে পড়ে দলের ত্যাগী কর্মিরা হারিয়ে যাবে
শরিফুজ্জামান শরিফ। সিনিয়র সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামিলীগ। ভাংগা, ফরিদপুর।