বেনাপোলের সীমান্ত থেকে ককটেল সহ জামায়াত-শিবিরের ২৩ নেতা-কর্মি আটক

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের বেনাপোলের সীমান্ত থেকে জামায়াত -শিবিরের ২৩ নেতা কর্মী আটক হয়েছে।
শনিবার (১৮ই ফেব্রুয়ারি ২০২৩) রাত ১০ টার দিকে পুটখালী এলাকায় অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদেরকে আটক করেন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল পুটখালী বারোপোতা গ্রামে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গোপন বৈঠক করছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়। এ সময়ে তাদের হেফাজত থেকে ৫টি ককটেলও উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে তাদের আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।