কামারখন্দে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কমিটি গঠন

 প্রকাশ: ২৭ মে ২০২৩, ১০:০৪ পূর্বাহ্ন   |   রাজনীতি



সিরাজগঞ্জ প্রতিনিধি :

বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


আজ শুক্রবার (২৬ মে) বিকেলে উপজেলার পাবলিক লাইব্রেরীর হলরুমে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কামারখন্দ উপজেলা শাখার আয়োজনে জেলা বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গঞ্জের আলী জীবন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য এবং বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সেলিনা বেগম স্বপ্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ।


বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মাসুম রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস।

এছাড়াও বক্তব্য রাখেন, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সঞ্জীব কুমার সরকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম আরিফ হোসেন, কামারখন্দ উপজেলা নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুভাস দত্ত, সহ-সভাপতি ডা. জামান, অর্থ সম্পাদক তারিকুল ইসলাম প্রমূখ। 


অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন, সংগঠনের জেলা সভাপতি সেলিনা বেগম স্বপ্না। সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস। এ সময় সকলের সম্মতিতে জেলা বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গঞ্জের আলী জীবনকে সভাপতি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রভাষক সুভাষ চন্দ্র সূত্রধরকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

রাজনীতি এর আরও খবর: