ডাসারে শেখ হাসিনার উন্নয়ন প্রচার ও শান্তি সমাবেশে অনুষ্ঠিত

 প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৫ পূর্বাহ্ন   |   রাজনীতি


কাজী নাফিজ ফুয়াদ, ডাসার (মাদারীপুর) প্রতিনিধি 

মাদারীপুরের ডাসার উপজেলায়  আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা জনগণের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯সেপ্টেম্বর) বিকেল বালিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগ পাথুরিয়ার পাড় বালু মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়ার রহমান হাওলাদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গিয়াসউদ্দিন হাওলাদারের সঞ্চালনায়নএতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপিকা তাহমিনা বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী,  ডাসার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন , কালকিনি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, ডাসার উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক কাজী মতিউর রহমান বাদল, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম হাওলাদার, কালকিনি পৌরসভার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদার, ডাসার উপজেলা কৃষকলীগ আহবায়ক শাহাবুদ্দিন ফকির মিঠু, 

শরীফ খায়রুল হাসান মুকুল, যুগ্ম- আহবায়ক, ডাসার উপজেলা কৃষকলীগ, রুহুল আমীন মীর সুজন সভাপতি ডাসার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মমিনুল ইসলাম কালু মোল্লা সাধারন সম্পাদক ডাসার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,  মোঃ জাহিদ হাসান সভাপতি ডাসার উপজেলা ছাত্রলীগ, সৈয়দ অনিক সাধারন সম্পাদক ডাসার উপজেলা ছাত্রলীগ সহ ডাসার উপজেলা আওয়ামী লীগের অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ।

রাজনীতি এর আরও খবর: