বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও কারা মুক্তি কামনায় দোয়া মাহফিল

 প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ০৫:২৪ পূর্বাহ্ন   |   রাজনীতি


রিয়াদ প্রতিনিধি, 

রিয়াদে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন  বেগম খালেদা  জিয়ার রোগ মুক্তি  ও কারা মুক্তি  কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সদ্য সাবেক  কমিটির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়।সভায় প্রবাসী বিএনপি নেতৃবৃন্দরা কাল বিলম্ব না করে অতিদ্রৃত মুক্তি দিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সু-ব্যবস্থা করার জোর দাবী জানান।সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষঠাতা সাধারণ  সমপাদক  ফারুক আহমেদ  চানের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সৌদি হাইল প্রদেশ বিএনপির সাবেক সভাপতি  হাফেজ  হেদায়েতউল্যাহ।পূর্বাঞ্চল বিএনপির সাবেক প্রচার সমপাদক  কাজী আইয়ুব  আলীর পরিচালনায়  মাহফিলে প্রধান বক্তা ছিলেন সাবেক সহ :প্রচার সম্পাদক ব্যবসায়ী মাসুদ রানা,বিশেষ অতিথি ছিলেন প্রবাসী ফেনী জেলা বিএনপির সংগঠক আমজাদ হেসেন,প্রবাসী নোয়াখালী  জেলা বিএনপির সভাপতি  আলমগীর  কবির,প্রবাসী কুমিল্লা  জেলা বিএনপির সাবেক সাংগঠনিক  সমপাদক  দুলাল হেসেন,প্রবাসী নোয়াখালী  জেলা যুব দলের সাধারণ  সম্পাদক  কলিমউদ্দিন, সাবেক( অব:)সেনা কর্মকতা আবদুল হান্নান সহ  প্রমুখ প্রবাসী বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে বিএনপির  চেয়ারপার্সন বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি ও কারা মুক্তি  কামনায় দোয়া ও মোনাজাত  পরিচালনা করেন নিউজ২৪ টিভির রিয়াদ প্রতিনিধি মো:রোস্তম খান।দোয়া মাহফিলে প্রবাসী বিএনপি ও শহীদ জিয়ার আদর্শের বিপুল সংখ্যক  নেতাকর্মী   উপস্থিত  ছিলেন।পবিএ কোরআন তেলওয়াতের   মাধ্যমে দোয়া মাহফিলের  সুচনা করা হয়।দোয়া মাহফিলের শুরুতে পবিএ কোরআন তেলওয়াত করেন মাইটিভির রিয়াদ প্রতিনিধি সাদেক আহমেদ।

রাজনীতি এর আরও খবর: