বিএনপি'র নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রলীগ নেতা রাসেলের নেতৃত্বে যশোর বেনাপোলে বিক্ষোভ মিছিল

 প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ০১:৫২ অপরাহ্ন   |   রাজনীতি



মনা,নিজস্ব প্রতিনিধিঃ বিএনপি-জামায়াতের দেশবিরোধী ঢাকা সমাবেশ, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ

 মিছিল-সমাবেশ করেছে আওয়ামী অঙ্গসংগঠন, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন সমূহ।


শনিবার(২৮ অক্টোবর) বেলা ১১ টার দিকে বন্দর সংলগ্ন ছোটআঁচড়া মোড়স্থ পৌর আ.লীগ কার্যালয় হতে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন-শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক-ইকবাল হোসেন রাসেল।


পৌর ছাত্রলীগ নেতা-রুবেল,অপু,শরিফুল ইসলাম শরীফ(কাউন্সিলর,২নং ওয়ার্ড,বেনাপোল পৌরসভা),মোঃ কামাল হোসেন(কাউন্সিলর,৯নং ওয়ার্ড,বেনাপোল পৌরসভা),হাসানুর রহমান তাজিন(কাউন্সিলর,৮নং ওয়ার্ড,বেনাপোল পৌরসভা),জুলফিকার আলী মন্টু(সভাপতি,বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগ),মোঃ কামাল হোসেন(সাধারণ সম্পাদক,বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগ) সহ অন্যান্য নেতৃবৃন্দ।


বিক্ষোভ মিছিলটি বন্দর এলাকা হয়ে বেনাপোল বাজার প্রদক্ষিণ শেষে পূণরায় আ.লীগ কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় বিএনপি-জামাত বিরোধী বিভিন্ন শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে বেনাপোলের রাজপথ।


মিছিল শেষে পৌর আ.লীগ কার্যালয় সম্মুখের সমাবেশে ছাত্রলীগ নেতা রাসেল বলেন-

 প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে রাজধানীতে সমাবেশের নামে বিএনপি-জামায়াত নৈরাজ্যের সৃষ্টি করছে। আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়. দেশের মানুষ ভালো থাকে। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না। 


তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার দুর্নীতি করে দেশটাকে ধ্বংস করেছিল। তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাই বিএনপি-জামায়াতকে জনগণ আর ভোট দেবে না। তাই তারা আবারো নাশকতা-আগুন সন্ত্রাস শুরু করেছে। বিএনপি-জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজকের এই সমাবেশের আয়োজন"। 


আগামী দ্বাদশ নির্বাচনে ৮৫,যশোর-১শার্শা আসনের এমপি,শার্শার প্রিয়মূখ শেখ আফিল উদ্দিন কে চতুর্থবার ক্ষমতায় এনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ণের অগ্রযাত্রাকে তরান্বিত করতে সকলকে ঐক্যবদ্ধ থেকে ভোচের মাঠে কাজ করতে হবে। বিএনপি-জামায়াত বেনাপোল এবং শার্শায় অরাজকতা সৃষ্টি করলে ছাত্রলীগ এবং আওয়ামী অন্যান্য সংগঠনের পক্ষ থেকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।

রাজনীতি এর আরও খবর: