কালকিনিতে সৈয়দ আবুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ০৪:৫৫ অপরাহ্ন   |   রাজনীতি


শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক 

মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক যোগাযোগমন্ত্রী প্রয়াত সৈয়দ আবুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সদ্য প্রয়াত সৈয়দ আবুল হোসেনের জীবনী ও বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার তুলে ধরেন রাজনৈতিক সহকর্মীরা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, সাবেক ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান দোদুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ন সম্পাদক মীর মামুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু, পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র মো. এনায়েত হোসেন হাওলাদার, কালকিনি উপজেলা কৃষকলীগের আহবায়ক এমদাদুল হক সরদার, সেচ্ছাসেবকলীগের নেতা মোঃ ফরিদ হোসেন সরদার ও সাবেক ছাত্রলীগের সভাপতি মো. মসিউর রহমান সবুজ প্রমুখ।

রাজনীতি এর আরও খবর: