কালকিনিতে সাংবাদিকদের সাথে নৌকায় মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়
শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটরি বার-বার নির্বাচিত সদস্য মোঃ আনোয়ার হোসেনের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) বিকেলে কালকিনি উপজেলা সার্কিট হাউস হলরুমে তিনি স্থানীয় সাংবাদিকদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তিনি দীর্ঘদিন যাবত এই নির্বাচনি এলাকার গোপালপুর, ভূরঘাটা, কালকিনি, সাহেবরামপুর, বাঁশগাড়ি, লক্ষিপুর ও শশিকরসহ বিভিন্ন গ্রামে ও হাট বাজারে ব্যাপক গণসংযোগ করে আসছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন।
তিনি আরও বলেন, মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে আমি জনগণের পাশে থেকে কাজ করবো। আমি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের সাথে থেকে নির্বাচনী সহযোগিতা করে আসছি এবং আমি অসহায় মানুষের পাসে ছিলাম, আছি ও থাকবো। আপনারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
মতবিনিময় সভায় বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।