চট্টগ্রাম ১৫ সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন মোতালেব

নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি
স্বেচ্ছায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ ছাড়লেন এম. এ মোতালেব সিআইপি।
তিনি গত রোববার ১৯ নভেম্বর" চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগ পত্র দিলে একই দিন এ মন্ত্রণালয়ের উপ-সচিব মাসুরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদত্যাগ পত্রটি গৃহীত হয়েছে মর্মে জানানো হয়।