নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে সাতকানিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা

 প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ১১:৩১ পূর্বাহ্ন   |   রাজনীতি



নুরুল কবির সাতকানিয়া চট্রগ্ৰামপ্রতিনিধি।


চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ২৬ ডিসেম্বর বিকেলে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 

এসময় চট্টগ্রাম-১৫ আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রতীক ঈগলের পক্ষে মোটরসাইকেল সহযোগে শোডাউনের সময় হাতেনাতে ধরা হয়। অতপর শোডাউনটি ছত্রভঙ্গ করে দেয়া হয় এবং শোডাউন থেকে আটক মোঃ বেলাল ৩৮ পিতা- মোবারক আলী, চিববাড়ী, সাতকানিয়া কে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর আওতায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। 

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, চট্টগ্রাম আরাফাত সিদ্দিকী। মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে।

রাজনীতি এর আরও খবর: