রক্তদান কর্মসূচির মধ্যে দিয়ে কালকিনিতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৫:৫৭ অপরাহ্ন   |   রাজনীতি


নিজস্ব প্রতিবেদক 

সেচ্ছায় রক্তদান কর্মসূচির মধ্যেদিয়ে মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা- পৌরসভা যুবদলের উদ্যোগে উপজেলা শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও রক্তদান কর্মসুচি পালন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মিজানুর রহমান বেপারী, সাবেক সদস্য সচিব আইনজীবি মিজানুর রহমান হাওলাদার, পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মো.শহিদুজ্জামান তোতা,সাবেক সদস্য সচিব মো.নাসির উদ্দিন ফকির লিটন, উপজেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক মো.রোকুজ্জামান রতন মৃধা.মো.শহিদ খান, বিএম নাসির উদ্দিন,পৌর বিএনপির যুগ্মসম্পাদক মো.সালাউদ্দিন হাওলাদার, বিএনপির নেতা জাহাঙ্গীর হোসেন,শ্রমিক দলের সাবেক সভাপতি মো.জুলহাস সরদার, উপজেলা যুবদল নেতা আলী আজগর,উপজেলা যুবদলের নেতা মো.জুয়েল প্যাদা, পৌরসভা যুবদল নেতা মো.শাহীন মৃধা ও কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইকরামুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রনেতা মো.রকিকুজ্জামান রকি ও মো.রুবেল মোল্লা পৌর কৃষকদল নেতা প্রমুখ।

রাজনীতি এর আরও খবর: