বাঘায় প্রাইভেট কারে ৭৭ বোতল ফেন্সিডিল জব্দ

 প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ০৯:১৯ অপরাহ্ন   |   রাজশাহী




বাঘা (রাজশাহী) প্রতিনিধি        

রাজশাহীর বাঘায় ৭৭ বোতল ফেন্সিডিলসহ একটি সাদা রঙগের প্রাইভেট কার জব্দ করা হয়েছে। শনিবার (১ এপ্রিল) রাত ৩ টার দিকে উপজেলার বাজুবাঘা নতুন পাড়া জামে মসজিদের সামনে থেকে এই প্রাইভেট কারসহ ফেন্সিডিল জব্দ করেন পুলিশ।


এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, রাতে ঢাকা মেট্রো-গ ১১-০৫৫০ নম্বরের একটি সাদা রঙগের প্রাইভেট কার নিয়ে আড়ানীর দিকে যাচ্ছিলেন। এ সময় টহল পুলিশের গাড়ি দেখে রাস্তার উপর প্রাইভেট কারটি রেখে চালক সরে যায়। পরে প্রাইভেট কার তল্লাশি করে ৭৭ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। প্রাইভেট কার ও ফেন্সিডিল থানায় আনা হয়েছে। তবে প্রাইভেট কারের মালিককে শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে অজ্ঞাত আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।