উপজেলা চেয়ারম্যান ছেড়ে এমপি মনোনয়ন পেলেন শফিকুল ইসলাম শফি
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে এমপি মনোনয়ন পেলেন বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি।উল্লাপাড়া আসনে কে হবেন নৌকার মাঝি,কে ধরবেন নৌকার হাল এমন আলোচনা সমালোচনা চলছিল অনেক দিন ধরেই। বর্তমানে উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান পদ ছেড়ে এমপি মনোনয়ন প্রত্যাশী হন গাজী শফিকুল। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যখন কেন্দ্রে শফিকুল ইসলাম শফির নাম ঘোষনা হয়,তখনই উল্লাপাড়া উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় শুরু হয় খুশির বন্যা। চলতে থাকে আনন্দ মিছিল।রবিবার সন্ধ্যায় সলঙ্গা বাজারে বের হয় আনন্দ মিছিল। অনুরুপ মিছিল করে হাটিকুমরুলের তারুটিয়ায়। মিছিল হয় হরিনচড়ায়। রামকৃঞপুর ইউনিয়নের হরিন চড়া বাজারে আওয়ামী লীগ নেতা জিন্নাহ আলম তালুকদার,নির্যাতিত ছাত্রলীগ নেতা মনজেল হক সাগরসহ অন্যান্যদের আয়োজনে গরু জবাই করে শুরু হয় নেতাকর্মীদের নিয়ে নৈশ ভোজ।ছাত্র জীবন থেকে শুরুই যার আওয়ামী লীগের রাজনীতি। যিনি বঙ্গবন্ধুর পরীক্ষিত সৈনিক।উল্লাপাড়া-সলঙ্গাবাসীর সাথে রয়েছে যার নিবিড় সম্পর্ক।জনগনের সাথে যার রয়েছে আত্মার সম্পর্ক। যাকে সবাই বলে মাটি ও মানুষের নেতা।তৃণমুলে রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা।উল্লাপাড়া আওয়ামী লীগের রাজনীতিতে রয়েছে তার প্রভাব ও যোগ্যতা। সামাজিক সম্পৃক্ততা ও সাংগঠনিক কর্মকান্ডের মাধ্যমে ইতিমধ্যেই সেই প্রিয় নেতা শফিকুল ইসলাম শফি দলীয় নেতাকর্মী ও সাধারন মানুষের আশা আকাঙ্খার প্রতিক হয়ে উঠেছেন। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে বিপুল ভোটে নৌকা-কে বিজয়ী করে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রার্থী শফিকুল ইসলাম শফিসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।