২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে বড়াইগ্রামে আলোচনা সভা

 প্রকাশ: ২২ অগাস্ট ২০২০, ০৩:৩০ পূর্বাহ্ন   |   রাজশাহী



২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে বনপাড়া পৌর আওয়ামীলীগ, যুবলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ সভায় নেতারা গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং আহতদের সুস্থতা কামনা করেন।বীর মুক্তিযোদ্ধা ও আট নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে, বনপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জনাব আব্দুল বারী মজুমদার,সভাপতি কৃষক লীগ বড়াইগ্রাম উপজেলা শাখা কমিটি,মুহিত কুমার সরকার, যুগ্ম আহবায়ক বড়াইগ্রাম উপজেলা আওয়ামী যুবলীগ।সভা শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।