রাসিক মেয়রের প্রতি ৯০ দশকের ত্যাগী নেতাদের মূল্যায়ন করার দাবী।

 প্রকাশ: ৩১ অগাস্ট ২০২০, ০২:২৯ পূর্বাহ্ন   |   রাজশাহী



লিয়াকত রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় এ এইচ এম খাইরুজ্জামান লিটন ভায়ের নিকট ৯০ দশকের ত্যাগী নেতাদের মূল্যায়ন করার দাবী। 

হে প্রিয় নগর পিতা,,রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আপনার কাছে আকুল আবেদন।


৯০-এর দশকের বিপদকালীন সময়ের রাজপথের এই ত্যাগী মুজিব আদর্শের সৈনিকেরা সেই দিন রাজপথ বন্ধ করে দিয়ে সৈরাচার পতন আন্দোলন থেকে শুরু করে খালেদাজিয়া পতন আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে হয়েছেন নির্যাতিত।আজো তারা সেই আদর্শকে বুকের ভিতর আগলে রেখে দলের পিছনে শ্রম দিয়ে যাচ্ছেন।কোন দিন এই ত্যাগীদের দেখা যায়নি পদ-পদবী নেওয়ার  জন্য রাজনীতি করতে।তারা কখনো পদ-পদবীর পরোয়াও করেননি।তারা শুধু চেয়েছিলেন প্রাণের নেত্রী কবে প্রধানমন্ত্রী হবেন,, আর জাতীয় চার নেতার অন্যতম কামারুজ্জামান হেনার সুযোগ্য সন্তান এ.এইচ.এম খায়রুজ্জামান (লিটল) ভাই কবে মেয়র হবে।


তাই আমাদের নগর পিতা,মাননীয় মেয়র ও  রাজশাহী মহানগর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান(লিটল)ভাইয়ের প্রতি রাজশাহীর আওয়ামীলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এবার জোবায়ের হোসেন(রুবন),,,মির্জা মোঃশাহীন শাহ আলী(শোভা),,,,,,,,,,মোঃমাসুদ রানা শাহীনসহ ত্যাগীদের মহানগর কমিটিতে গুরুত্বপূর্ন পদ প্রদান করবেন এটা তৃণমূলের প্রাণের দাবী।।আর কোন হইব্রীড নয়,,ত্যাগীদের মূল্যায়নের মধ্যে দিয়ে কিছুটা হলেও আমরা তাদের ত্যাগের ঋণ পরিশোধ করতে পারবো বলে আমরা মণে করি।।পাশা-পাশি সংগঠনি ভিত্তি কে আরো শক্তিশালী করতে ত্যাগীদের মহানগর কমিটিতে আনার কোন বিকম্প নেই।

 


জয় বাংলা

জয় বঙ্গবন্ধু।