তানোর পৌরবাসীর ভালোবাসায় সিক্ত মেয়র পদপ্রার্থী সুজন।

 প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২০, ০১:০৪ অপরাহ্ন   |   রাজশাহী


লিয়াকত হোসেন রাজশাহী ব্যুরোঃ

  রাজশাহী তানোর পৌরসভার নির্বাচনকে সামনে রেখে এমপি ওমর ফারুক চৌধুরীর আস্থাভাজন আগামী পৌর-নির্বাচনে আবুল বাসার সুজনকে মেয়র হিসেবে কাছে পেতে চাই তানোর পৌরবাসী। 

রাজশাহীর তরুণ সমাজসেবক ও বোয়ালিয়া পশ্চিম থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাসার সুজন ইতিমধ্যে পৌরবাসীর মন জয় করতে সক্ষম হয়েছে।

ইতিমধ্যে মেয়র পদপ্রার্থীরা জনগণের দ্বারপ্রান্তে গনসংযোগের কাজ শুরু করে দিয়েছেন। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী তরুন আওয়ামী লীগ নেতা আবুল বাশার সুজন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কর্মীসভা করে আসছেন।

আ.লীগের প্রবীণ নেতা,পৌর-নির্বাচনকে সামনে রেখে বলেন, তানোর পৌর এলাকার সংগঠনের ভেতর স্বাধীনতা বিরোধী অপশক্তি ও হাইব্রিডের দৌরাত্ম্যে ত্যাগী নেতাকর্মীরা কোণঠাসা, তাই দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে আওয়ামীলীগ পরিবারের সন্তান আবুল বাসার সুজনকে মেয়র হিসেবে কাছে পেতে আমরা আশাবাদী।

সরজমিনে,পৌরবাসির মুখে শোনা যায়, সৎ ও যোগ্য ক্লীন ইমেজের মানুষ সুজন ভাইকে আমরা মেয়র হিসেবেই পেতে চায়। সাধারণ মানুষের আস্থা ও স্বপ্ন বাস্তবায়নের জন্য অন্যান্য পৌরসভার মতো আমাদের পৌরসভাৱ ব্যাপক উন্নয়ন হবে বলে আমরা মনে করি। 


সূত্রমতে, দীর্ঘ দিন ধরে পড়ে থাকা অচলাবস্থার রেশ কাটিয়ে এবং পৌরসভাকে নতুন আঙ্গিকে পরিবর্তনের লক্ষে প্রচার প্রচারণায় এগিয়ে আছে এই মেয়র পদপ্রার্থী সুজন। তৃণমূলের নেতা-কর্মী থেকে শুরু করে এলাকাবাসীর মুখে মুখে সুজনের নামে জয়গান। সবার দাবি দলীয় প্রতীকে এগিয়ে রয়েছে মেয়র পদপ্রার্থী সুজন।"দুর্নীতি করব না - দুর্নীতি করতে দেব না"এই অঙ্গিকারে সামনে রেখে দুর্নীতি ও মাদক মুক্ত, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা,টেকসই যোগাযোগ ব্যবস্থা, সুপ্রিয় পানির ব্যবস্থা ,পয়ঃনিষ্কাশন ব্যাবস্থা, ন্যায় ও আদর্শ বিচার ব্যবস্থা,স্বচ্ছ জবাবদিহিতা,ও পরিচ্ছন্ন নগর উপহার দিতে চাই তানোর পৌরবাসীকে। এরই ধারাবাহিকতায় অঙ্গিকার ও বাস্তবায়নের লক্ষ্যে আবুল বাসার সুজন মেয়র পদে সকলের দোয়া ও সমর্থন প্রত্যার্শী।