রাজশাহী মহানগরীর ১৪ নং ওয়ার্ডের ড্রেনের কাঁদামাটি উত্তোলন কাজের সার্বিক তদারকিতে কাউন্সিলর আনার,

 প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ০৮:৩৭ অপরাহ্ন   |   রাজশাহী



লিয়াকত হোসেন রাজশাহীঃ

তেরখাদিয়া সেনানিবাস রোড লেবার অফিস সংলগ্ন সড়কের আর সি সি ড্রেনের কাঁদামাটি উত্তোলন কাজের সার্বিক তদারকি করেন ১৪ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোঃ আনোয়ার হোসেন আনার । 


‘‘পরিচ্ছন্ন শহর’’ ‘‘পরিচ্ছন্ন গ্রাম’’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ ০৬ এপ্রিল ২০২০ তারিখ অত্র ১৪ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোঃ আনোয়ার হোসেন আনার এর সার্বিক তদারকিতে তেরখাদিয়া সেনানিবাস রোড লেবার অফিস সংলগ্ন সড়কের আর সি সি ড্রেনের কাদাঁমাটি উত্তোলন করা হয়। 


আসন্ন বর্ষা মৌসুমের আগেই এই কর্মসূচি বাস্তবানের ফলে ড্রেনের পানির প্রবাহ দ্রুত বৃদ্ধি পাবে এবং জলাবদ্ধতাসহ মশার বংশ বিস্তার রোধ হবে ।