ফিলিস্তিনি মুসলমানদের হত্যার প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভ মিছিল ।

 প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১১:৩২ অপরাহ্ন   |   ধর্ম




সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : 

 ফিলিস্তিনের গাজার মুসলমানদের হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


আজ শুক্রবার বাদ জুমা উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের সর্বস্তরের আলেম ওলামা ও তৌহিদি জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পাঙ্গাসী লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে গ্রাম পাঙ্গাসী বাজারে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।


প্রতিবাদ সমাবেশে ইসলামাবাদ দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা: এস এম মুনসুর আলী, দারুল ইসলাম মডেল মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মুফতি আলী আজগর রাশিদী, দারুল আবরার মাদ্রাসার পরিচালক মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা নাজমুল হুদা, খেলাফত মজলিসের মাওলানা কামরুল ইসলাম ও পাঙ্গাসী ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক এস এম সালাউদ্দিন হাসিনুর প্রমুখ।


এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঙ্গাসী ইউনিয়ন সভাপতি মুফতি শরিফুল ইসলাম, খেলাফত মজলিসের নেতা মাওলানা রেজাউল করিম, পাঙ্গাসী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব আবু বক্কার সিদ্দিক, সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হুদা,মাওলানা হাফেজ সানোয়ার হোসেন সহ স্হানীয় ব্যক্তিবর্গ।

ধর্ম এর আরও খবর: