গোমস্তাপুরে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে শিবিরের কুরআন বিতরণ

 প্রকাশ: ১৭ মে ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন   |   ধর্ম


আবু নাইম, স্টাফ রিপোর্টার গোমাস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ।


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঐতিহাসিক ১১ ই মে কুরআন দিবস উপলক্ষে মেধাবী ছাত্রদের মাঝে বিনামূল্যে কুরআন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গোমস্তাপুর উপজেলা শাখা। 


শুক্রবার (১৬ ই মে) সকাল ৯ টায় রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে উক্ত কুরআন বিতরণ করা হয়। 


রহনপুর পৌর শাখা শিবিরের সভাপতি নাজির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মু. মিজানুর রহমান।  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চাঁপাইনবাগঞ্জ জেলা পূর্ব শাখার সভাপতি সালাহউদ্দিন সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জামায়াত মনোনীত রহনপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী তরিকুল ইসলাম বকুল, সাবেক জেলা সভাপতি মোখতারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার সেক্রেটারি আব্দুল্লাহ।

আরো উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক নাইউব আলী, কলেজ শাখার সভাপতি  আসিফ, গোমস্তাপুর পূর্ব থানা শাখার সভাপতি মাহফুজুর রহমান, গোমস্তাপুর পশ্চিম থানা শাখার সভাপতি মতিউর রহমান সহ থানা ও কলেজ শাখার নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে গোমস্তাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিনশত জন ছাত্রকে বিনামূল্যে কুরআন বিতরণ করা হয়।

ধর্ম এর আরও খবর: