পাথুরিয়ার পাড় বন্ধু মহলের আনন্দ ভ্রমন

নিজস্ব প্রতিনিধিঃ শেখ লিয়াকত আহম্মেদ
মাদারীপুরের ডাসার উপজেলার পাখুরিয়ার পাড় বন্ধু মহল আনন্দ ভ্রমনের আয়োজন করে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) সকালে পাথুরিয়ার পাড় বাজার হইতে সমুদ্র কন্য কুয়াকাটার উদ্যেশে রওনা হয়।
আনন্দ ভ্রমনে সফর সঙ্গী ছিলেন আক্তার খান, নূরুল হক, নান্নু খান, সাংবাদিক শেখ লিয়াকত আহম্মেদ, সোহেল হাওলাদার, সুমন হাওলাদার, লিটল ফকির, আজাদ কবিরাজ, সাহাবুদ্দিন হাওলাদার, সুশান্ত কুমার রায়, শওকত খান।
টিমের প্রধান আক্তার খান বলেন, যার যার কর্মব্যস্তার কারনে পাথুরিয়ার পাড় বন্ধু মহল এক জায়গায় হওয়া হয়ে ওঠে না। নূরুল হকের উদ্যোগে অনেক দিন পর সবাই এরকম একটি আয়োজন অনেক ভালো লাগলো। তবে আমাদের অনেক প্রিয় বন্ধু আজিজুল সরদার ও মোশারফ মোল্লা আল্লাহর ঢাকে সারা দিয়ে না ফেরার দেশে চলে গেছে। ওরা থাকলে আরও ভালো লাগতো। আল্লাহ ওদের জান্নাত দান করুন আমরা সবাই এই দোয়া করি।