সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক কমিটি( পি.টি.এ)'র কার্যকর ভুমিকাই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের মূলমন্ত্র। "

 প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০ অপরাহ্ন   |   সারাদেশ




শিউলি সুলতানা প্রধান শিক্ষক, সাবর্ডিনেট কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় সৈয়দপুর।


প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকায় প্রাথমিকে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের অভিভাবক এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের সকল শিক্ষক এই কমিটির প্রাথমিক সদস্য এবং তাদের প্রতিনিধিত্ব করবেন ১০ জন সদস্য। 

কেন উনাদের কার্যকর ভুমিকা বিদ্যালয়ের উন্ন্যনের মুলমন্ত্র এই কমিটি।

১) শিক্ষক- অভিভাবক এর মাঝে কার্যকর যোগাযোগ হয় বিধায় সুসম্পর্ক তৈরি হয়।

২) গুনগত শিক্ষার মানোন্নয়নের জন্য গৃহীত পদক্ষেপ বাস্তবায়িত সহজেই করা যায়।

৩) বিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডে সবার সহযোগিতা, সম্পৃক্ততা এবং জবাবদিহিতা নিশ্চিত করা যায়।

৪) স্থানীয় সমস্যার সমাধান দ্রুত করা যায়।

৫)শিশু জরিপ, বিদ্যালয়ে আনা ও ঝরেপড়া রোধে সহায়ক। 

৬) সহ- পাঠ্যক্রম, পড়ালেখার প্রতি যত্নশীল হতে আগ্রহী করে তোলা যায়।

অর্থাৎ বিদ্যালয়ে পরিবেশ মনোমুগ্ধকর, আকর্ষণীয় এবং সামাজিক মালিকানার ভুমিকা পালন করে প্রাথমিক শিক্ষার ভিত মজবুত করতে অসামান্য ভুমিকা পালন করা হয়।

সারাদেশ এর আরও খবর: