বড়াইগ্রামে মহিলাদের নামাজ ঘর ও ব্রেস্ট ফিডিং কর্ণার উদ্বোধন।
স্টাফ রিপোর্টার
নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌরসভায় মহিলাদের জন্য নামাজ ঘর ও ব্রেস্ট ফিডিং কর্ণার শুভ উদ্বোধন করা হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস,বনপাড়া পৌর প্রশাসক মোঃ আশরাফুল ইসলামের পরিকল্পনায় বনপাড়া পৌরসভার প্রকৌশলী বিভাগের বাস্তবায়নে বুধবার সকালে মহিলাদের জন্য পৌর ভবনের নিচ তলায় নামাজ ঘর ও ব্রেস্ট ফিডিং কর্ণার উদ্বোধন করা হয়, অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মো: আতাউর রহমান,পৌর নির্বাহী অফিসার মো: আশরাফুল ইসলাম ভূইয়া,সহকারী প্রকৌশলী জুবায়ের মাহাবুব,উপ সহকারী প্রকৌশলী রিপন কুমার শীল,মো: রাউফুল ইসলাম,এবং হিসাব রক্ষণ কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন।এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস জানান বনপাড়া পৌরসভায় সেবা নিতে আসা মায়েদের জন্য নামাজের স্থান ও বেস্ট ফিডিং কর্ণার পৌর প্রশাসকের একটি যুগান্তকারী সিদ্ধান্ত ও সেবা গ্রহীতা মায়েদের প্রশান্তির বহিঃপ্রকাশ বিকাসিত হবে বলে আমি মনেকরি তিনি আরও জানান উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলো অধিকাংশ শিক্ষিকাদের দ্বারা পরিচালিত হয়ে থাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকাদের জন্য নামাজের স্থান এবং বেস্ট ফিডিং কর্ণার প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। বনপাড়া পৌর প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম জানান পৌর চত্বরটাই শিশুদের টিকা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এবং পৌরসভার মহিলা কর্মকর্তা ও কর্মচারী সকলের কথা চিন্তা করেই নামাজের স্থান ও বেস্ট ফিডিং কর্ণানের পরিকল্পনা নেওয়া হয়েছে।