প্রকৃতি মেতেছে হলুদ বরণে

 প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন   |   সারাদেশ



জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :

শীতের শিশির ভেজা সকালে ঘন কুয়াশার চাঁদরে মোড়ানো সরিষার হলুদ ফুলে রঙিন

হয়ে উঠেছে সলঙ্গায় দিগন্তজোড়া হলুদের মাঠ। থানার বিস্তীর্ণ মাঠগুলোতে

ব্যাপকহারে সরিষা চাষ হয়েছে। সবুজ গাছের ফুলগুলো শীতের সোনাঝরা রোদে যেন

ঝিকিমিকি করছে। যেদিকে চোখ যায় সেদিকেই মনে হচ্ছে সরষে ফুলের হলুদ

আচ্ছাদনে ঢেঁকে আছে চারদিক। এ যেন এক অপরূপ সৌন্দর্যের দৃশ্য। দেখে মনে

হচ্ছে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে।


চলতি মৌসুমে সিরাজগঞ্জের রায়গঞ্জে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর

বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে। এখন পর্যন্ত আবহাওয়া উপযোগী

থাকায় বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। 

চারদিকে সরষে ফুলের মৌ-মৌ গন্ধে মুখরিত ফসলের বিস্তীর্ণ মাঠগুলো। ফসলের মাঠ পরিবর্তনের এ পর্যায়ে হলুদ সরষে ফুলের চাদরে

ঢাকা পড়েছে ফসলের মাঠ।



রায়গঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, এবার জেলার

রায়গঞ্জ উপজেলায় ১০ হাজার ৮ শ ৯৭ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে।

নলকা ইউনিয়নের কাঁঠালবাড়ীয়া গ্রামের কৃষক আজাদুর রহমান সরকার

বলেন, ১৩ বিঘা জমিতে আমি সরিষা আবাদ করেছি। প্রতি বিঘা জমিতে ৭ থেকে ৮

হাজার টাকা খরচ করে প্রায় ৪-৫ মন করে সরিষা পাবো বলো আশা করছি।

ঘুড়কা ইউনিয়নের শ্রীরামের পাড়া গ্রামের কৃষক শহিদুল হোসেন বলেন,৫ বিঘা জমিতে

সরিষা আবার করেছি। সার্বক্ষণিক পরিচর্যা করে আসছি।এবারে আবহাওয়া অনুকুলে তাই সরিষার ফলন ভালো পাওয়ার আশা করছি।

রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ বলেন,উপজেলার ৯ টি ইউনিয়নে এবারে সরিষার আবাদ ভালো হয়েছে।আমরা সরিষা আবাদ সম্পসারণে কৃষকদের মাঝে

কৃষি প্রণোদনা এবং বিভিন্ন প্রদশর্নী স্থাপনের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ

করেছি।উপজেলায় সরিষার আবাদ যাতে বেশি হয়,তার জন্য মাঠ পর্যায়ে আমরা কাজ করে

যাচ্ছি।

সারাদেশ এর আরও খবর: