মানিকছড়িতে ইয়ুথ গ্রুপের কর্ম অভিজ্ঞতা ও ত্রৈমাসিক সভা

 প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন   |   সারাদেশ


মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

তৃণমূল উন্নয়ন সংস্থার আস্থা প্রকল্পের আওতায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ইয়ুথ গ্রুপ সদস্যদের ত্রৈমাসিক সভা অনুষ্টিত হয়েছে।

২৩ এপ্রিল বুধবার সকালে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সংস্থার ফিল্ড ফ্যাসিলিটেটর চিংথোয়াই মারমার পরিচালনা এবং ইয়ুথ গ্রুপের সদস্য কমলা মারমাট সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,সিভিল মেম্বার ও সাংবাদিক আবদুল মান্নান।

সভায় গত তিন মাসে তৃণমূলে ইয়ুথ গ্রুপ সদস্য কর্তৃক সমাজে পিছিয়ে থাকা সাধারণ মানুষের মাঝে ভোটাধিকারসহ সরকারি সুযোগ-সুবিধা গ্রহনের নানা খাতে পিছিয়ে পড়াদের অংশগ্রহণে সচেতনতা সৃষ্টির লক্ষে জনসচেতনতামূলক নানা কার্যক্রম বিষয়ক অভিজ্ঞতা বিনিময় ও পরবর্তী করণীয় সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

এছাড়া উপজেলায় ৩০জন ইয়ুথ গ্রুপ সদস্য নিজ নিজ এলাকার পাশাপাশি জনসচেতনতামূলক অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণসহ আরও অভিজ্ঞতা অর্জনে জেলা সদরে দুই দিনের প্রশিক্ষণে সক্রিয় অংশগ্রহণ নিয়েও আলোচনা করা হয়।