পাহাড়ে অনগ্রসর জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সেনাবাহিনীর সহায়তা বিতরণ

 প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন   |   সারাদেশ


খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন এলাকায় সুবিধা বঞ্চিত, অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন, গৃহ নির্মাণে অক্ষম ব্যক্তিদের ঢেউটিন, স্কুলের গরিব ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ, স্পোর্টিং ক্লাবে খেলাধুলার লক্ষ্যে ক্রীড়া সামগ্রী, সাংগাই উদযাপনে বিভিন্ন এলাকায় অর্থ সহায়তাসহ অসুস্থ ও দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে সিন্দুকছড়ি সেনাবাহিনী।

২৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে জোন সদরে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লেঃ কর্নেল ইসমাইল সামস আজিজি’র উপস্থিতিতে অনগ্রসর জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সামাজিক অনুষ্ঠানাদিতে সহয়তা বিতরণ করা হয়।

এ সময় জেনের উপ-অধিনায়ক ইশতিয়াক তাসনিম ও জোন এ্যাডজুডেন্ট ক্যাপ্টেন শাইয়েন কাদিরসহ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।