*সেনাবাহিনীর উদ্যোগে মানিকছড়িতে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ*

*মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধি*
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে স্থানীয় ৩০০-এর অধিক পাহাড়ি-বাঙালি নারী, পুরুষ, কিশোর-কিশোরী ও শিশুকে *বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ* সরবরাহ করা হয়েছে।
*২৭ জুলাই, রোববার* দিনব্যাপী উপজেলার *ইংলিশ স্কুল মাঠে* এই মানবিক কার্যক্রম পরিচালনা করে গুইমারা রিজিয়নের আওতাধীন *সিন্দুকছড়ি জোন*। বিশেষজ্ঞ চিকিৎসক *ক্যাপ্টেন নাহিয়ান কবির* এর নেতৃত্বে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে স্থানীয় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
চিকিৎসা ক্যাম্পে *স্ত্রীরোগ, চর্মরোগ (চুলকানি, ফোঁড়া), জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেট ব্যথা, শারীরিক দুর্বলতা, মাথাব্যথা* প্রভৃতি সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয়। প্রায় *দুই শতাধিক রোগী* ওষুধসহ এই সেবা গ্রহণ করেন।
উল্লেখযোগ্যভাবে, সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন *মানিকছড়ি সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মো. রেজোআনুল হক*।
সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।