চট্টগ্রাম ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত ০১ (একটি) হাইচ মাইক্রোবাসসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

 প্রকাশ: ০৯ অগাস্ট ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন   |   সারাদেশ




মমোঃ মোশারেফ নিজস্ব প্রতিনিধিঃ

কোতোয়ালী থানার এসআই(নিঃ) আজহারুল ইসলাম, এসআই (নিঃ) ইমাম হোসেন, এএসআই(নিঃ)মোঃ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, কক্সবাজার জেলা হতে শাহ আমানত ব্রীজ (নতুন ব্রীজ) হয়ে কোতোয়ালী থানার মোড় দিয়ে একটি হাইস মাইক্রোবাস যোগে অবৈধ মাদকদ্রব্য  আসতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক টিম  ইং০৭/০৮/২০২৫খ্রি.তারিখ ০৬.৪৫ ঘটিকায় কোতোয়ালী থানাধীন স্টেশন রোডস্থ পাবলিক টয়লেটের সামনে রাস্তার উপর অস্থায়ী চেক পোস্ট স্থাপন করেন। উক্ত স্থানে  যানবাহন তল্লাশী করাকালে ইং ০৭/০৮/২০২৫ তারিখ ০৬.৫৫ ঘটিকায় একটি হাইস মাইক্রোবাস চেক পোস্টের সামনে পৌঁছালে গাড়িটিকে থামানোর জন্য সংকেত দিলে হাইস গাড়ির চালক মোঃ হোসেন (২৪) গাড়ী থামাইয়া কৌশলে ঘটনাস্থল হইতে দৌঁড়াইয়া পালিয়ে যায়। তখন মাইক্রোবাসের ড্রাইভারের পাশের সীটে বসা আসামী লাল চাঁন মোল্লা (৩৪) পিতা-রবিউল মোল্লা, মাতা-রাজিয়া বেগম, সাং-সুন্দরদী, নবীনগর, পোঃ টরকি বন্দর, থানা-গৌরনদী, জেলা-বরিশাল, বর্তমানে-কক্সবাজার সদর, বিজিবি হলের পিছনে, আনোয়ার মুন্সির বাড়ী, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজারকে আটক করেন। তাকে জিজ্ঞাসাবাদে সে জানায়, মাইক্রোবাসের ভিতরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে। উক্ত গাড়ির ড্রাইভারের বসার সীটের নীচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় গ্রেফতারকৃত আসামীর দেখানো মতে ৪,০০০(চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন এবং গাড়িকে জব্দ করেন। উক্ত ঘটনায় আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-১১, তারিখ-০৭/০৮/২০২৫খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(গ)/৩৮/৪১ ধারায় মামলায় রুজু করা হয়।

সারাদেশ এর আরও খবর: