বড়াইগ্রামে ২'শ পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

 প্রকাশ: ১৯ জুলাই ২০২১, ০৯:৩৭ পূর্বাহ্ন   |   সারাদেশ


জাহিদ হাসান নাটোর 

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে নাটোরের বড়াইগ্রামে করোনায় কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শুকনো ও অন্যান্য খাদ্য বিতরণ করা হয়েছে। 

রবিবার (১৮ জুলাই) বিকেলে বড়াইগ্রাম উপজেলা পরিষদ চত্বরে লকডাউনে কর্মহীন হয়ে পড়া ২শ জন শ্রমিকদের মাঝে এই খাদ্য বিতরন করা হয়।প্রধানমন্ত্রীর দেওয়া ১৬ কেজি খাদ্যের মধ্যে ১০ কেজি চাল,১ কেজি ডাল,১কেজি লবন,১ কেজি চিনি,২কেজি চিড়া,১লিটার সয়াবিন তেল এবং ৫শ গ্রাম নুডুলস দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে খাদ্য বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী,বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন,উপজেলা আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ কুদ্দুস মিয়াজী,উপজেলা জাতীয় শ্রমিকলীগ নেতা মোস্তফা ব্যাপারী,সাধারন সম্পাদক আঃ জলিল , রবিউল করিম প্রমুখ।

সারাদেশ এর আরও খবর: