"শান্তি চাই"

কবি-রফিকুল ইসলাম
ডাহুকের কাছে গেলাম
বললো - সন্ধ্যা চাই,
রাত্রি কাটে সকাল কাটে
কোথাও শান্তি নাই !
চাতক বলে শান্তিতে নাই
পানি আনছো - কবি ?
প্রেয়সী হারিয়ে গেছে তবু
হৃদয়ে তাহার ছবি !
কোকিল কুহু ময়না টিয়ার
মনটা করছে জ্বালাতন,
সেই ব্যথাতে নীল হয়েছে
বাউশখালীর রাহাতন !
কাক কোয়েল দোয়েল ফিঙে
সবার মুখেও তাই,
আকাশ বাতাস ভারী সবাই
শুধু শান্তি চাই !
শান্তির বার্তায় সিংহ মামা
হয়েছে বনের রাজা,
বিচার সালিশ করে সবার
দুই বছর দিলো সাঁজা !
পানি আলোর ব্যবস্থা নাই
উল্টো সাঁজা পাই,
আসমান জমিন সবখানেতে
আমরা শান্তি চাই" !