"মহামানব সেবক"

 প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ০৩:২০ অপরাহ্ন   |   সাহিত্য-সংস্কৃতি


 কবি-রফিকুল ইসলাম 


পকেটে আমার দুই টাকা

 বের হয়েছি মানব সেবায়,

বিচারের নামে অবিচার করে

পকেট ভরলো সত্তর টাকায় ! 


রহিম উদ্দিনের ছাগল মেরেছে 

কলিম উদ্দিনের ছেলে, 

উল্টো রহিমের সাজা হয়েছে 

 পুত্র এখন জেলে ! 


মানব সেবা করি আমি 

নেইকো একটু অবসর,

টাকার বিনিময়ে সবই পারি

বিকল্প নেই ফুসরত ! 


কুতুব খাঁর ছেলের বিপদে

দিয়েছিলাম পাঁচ টাকা,

বাজার-হাঁট আর সমাজেতে

পেয়েছিলাম বাহবা !


মানব সেবা করি আমি 

মহা-মানব সেবক,

কারো ক্ষতি চাই না আমি 

বাচ্চা বুড়ো যুবক !!!