শীতবস্ত্র নিয়ে হাজির বেলকুচি'র ইউএনও আফরিন জাহান
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে।তাই রাতে বেলকুচি উপজেলার বিভিন্ন স্থানে দু:স্থ,শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র (কম্বল) নিয়ে হাজির হয়েছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।গতকাল (২২ ডিসেম্বর সোমবার) রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে
শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।,উপজেলা নির্বাহী অফিসারের সাথে এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেলাল উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
