এনায়েতপুরে বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ০৮ জুন ২০২৩, ০৯:৫০ পূর্বাহ্ন   |   প্রশাসন



সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

'পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এই স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূল, বাল্যবিয়ে বন্ধ ও যৌন হয়রানি প্রতিরোধে খামার গ্রাম কলেজ চত্বরে বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


আজ বুধবার (৭ জুন ) সকাল ১০ টায় এনায়েতপুর থানা পুলিশের আয়োজনে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আ: হান্নান, ওসি আনিছুর রহমান, এনায়েতপুর থানা আ: লীগের সভাপতি আহাম্মদ মোস্তফা খান বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক ও ১নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান এনায়েতপুর থানা আ: লীগের সিনিয়র সহ-সভাপতি রাসেদুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি,সদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাহিদ, ইউনিয়ন আ: লীগের সভাপতি ডা.শাহাদৎ হোসেন প্রমুখ সহ পুলিশের কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।


সভায় বক্তারা বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।


পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষের মধ্যে পুলিশি ভীতি দূর করে সেবা সহজ করতে কমিউনিটি পুলিশিং-এর বিকল্প নেই।